যেসব বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে অনার্স ও মাস্টার্স পড়ানো হয়
সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সমাজকর্মের জন্ম মূলত ইংল্যান্ডে যা বিকশিত হয়েছে আমেরিকায়। প্রথম দিকে দান খয়রাত, মানবিকতা ও সাহায্যকারী পেশা হিসেবে গণ্য হলেও আধুনিক সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমূলক ব্যবস্থা। বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিশ্বের প্রায় সব দেশেই এটি পেশা হিসেবে স্বীকৃত।
যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে অনার্স ও মাস্টার্স পড়ানো হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়।
- কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়।
- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যে সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে (স্নাতক ও স্নাতকোত্তর)পড়ানো হয়।
- University of Information Technology and Sciences (UITS)
- Asian University
- East-West University
- The People's University
- Gono Bisshobidyalay
- North-East University
- The Times University Etc.
উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও বিভিন্ন কলেজে সমাজকর্ম বিষয়টি পড়ানো হয়।
বাংলাদেশেও এর জনপ্রিয়তা কম নয়। আশা করা যায় খুব দ্রুত
আমাদের দেশেও সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃত হবে এবং সমাজকর্মীদের আলাদা
কর্মক্ষেত্র তৈরি হবে। সমাজকর্ম মন্ত্রণালয় এ বিষয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড
পরিচালনা করছে।
ট্যাগঃ সমাজকর্মে অনার্স/মাস্টার্স, সমাজকর্মে স্নাতক/স্নাতকোত্তর, Bachelor in Social Work in Bangladesh, Master's in Social Work in Bangladesh, BSW, MSW