জবি সমাজকর্ম বিভাগে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের অধীন ফল সেমিস্টারে (২০২১-২০২২ সেশনে) এক বছর মেয়াদি ‘স্পেশালাইজড মাস্টার্স’ বা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। জবি সমাজকর্মে, এই প্রফেশনাল মাস্টার্স কোর্সটি পঞ্চম বারের মতো ভর্তিচ্ছু ও যোগ্য শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ দিচ্ছে।
সমাজকর্ম বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য জয়েন করুন SWEduCareBD Offical
জবি সমাজকর্মে প্রফেশনাল মাস্টার্স কয়টি কোর্সে ভর্তি হওয়া যায়/ডিগ্রী প্রদান করে?
এখানে মূলত, তিনটি আলাদা কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। কোর্সগুলো হলোঃ এমএসএস ইন ক্রিমিনোলজি অ্যান্ড কারেকশনাল সার্ভিসেস (Criminology and Correctional Services (CCS), এমএসএস ইন হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস (Human Rights and Social Justice (HRSJ)) এবং এমএসএস ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার ওয়েলফেয়ার (Industrial Relations and Labour Welfare (IRLW)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ২য় শ্রেনি (সিজিপিএ ২.২৫)। Professional Masters in Social Work 2021-2022
আবেদনপত্র সংগ্রহ ও জমাঃ ২২শে ফেব্রুয়ারি থেকে ২৩ই মার্চ ২০২২ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (শুক্রবার ও শনিবারসহ) বিভাগের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদনের ফি-১০০০টাকা সহ পূরণকৃত আবেদনপত্র অফিসে জমা দিতে হবে।
অথবা, জবির ওয়েবসাইট থেকে ভর্তির আবেদনপত্র ডাউনলোডপূর্বক আবেদনের ফি ১০২০ টাকা ০১৭৯১৫৮৩৪৫০ নম্বরে বিকাশ করে ট্রানজেকশন নম্বরসহ পূরণকৃত আবেদনপত্র, সকল সন্দ ও নম্বরপত্রের অনুলিপিসহ কুরিয়ার/ডাকযোগে অথবা স্ক্যান করে ইমেইল এর মাধ্যমে প্রেরণ করা যাবে।
জবি সমাজকর্মে প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তি হতে কী কী কাগজপত্র/ডকুমেন্টস লাগবে?
- প্রার্থীর টাকা জমাদানের মূল রশিদসমূহ।
- প্রার্থীর এসএসসি/দাখিল, এইচএসসি/আলিম, স্নাতক (সম্মান) /ডিগ্রী ও মাস্টার্সের সকল সার্টিফিকেট ও মার্কশীটের কপি (সত্যায়িক করার দরকার নেই)।
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি, ও
- পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজের ২ কপি করে ছবি।।
জবি সমাজকর্মে প্রফেশনাল মাস্টার্স কোর্সে মোট কতটাকা খরচ পড়বে?
এই কোর্সটির জন্য ১বছরে ৬০হাজার টাকা লাগবে, তথা ২ সেমিস্টারের জন্য প্রথম সেমিস্টারে ভর্তিসহ ৩০হাজার টাকা ও দ্বিতীয় সেমিস্টারের জন্য ৩০হাজার টাকা লাগবে।
সমাজকর্ম বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য জয়েন করুন SWEduCareBD Offical
জবি সমাজকর্মে প্রফেশনাল মাস্টার্স কোর্সে মোট কত ক্রেডিট ও কয়টি কোর্স পড়ানো হয়?
মোট ক্রেডিটঃ ৪০, যেখানে ১ম সেমিস্টারে ৫টি কোর্স, দ্বিতীয় সেমিস্টারে ২টা কোর্স ও সাথে রয়েছে প্র্যাকটিকাল রিসার্চ, ফিল্ডওয়ার্ক ও ভাইভা।
Professional Masters in Social Work at Jagannath University 2021-2022
ভর্তি সংক্রান্ত সময়সূচি
- ভর্তিপরীক্ষাঃ ২৫ই মার্চ ২০২২, শুক্রবার, দুপুর ৩.০০টা
- ফলাফল ঘোষণাঃ ২৫ই মার্চ ২০২২, শুক্রবার, দুপুর ৭.৩০টা
- ভর্তির তারিখঃ ২৭ই মার্চ ২০২২ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত
- ক্লাস শুরুঃ ১লা এপ্রিল ২০২২
- সাপ্তাহিক ক্লাসঃ শুক্রবার ও শনিবার (সকাল ৯টা থেকে -)
ভর্তি পরীক্ষায় কী কী থাকবেঃ বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান
সমাজকর্ম বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য জয়েন করুন SWEduCareBD Offical
০১৭২৭৩১৮০৩৫, ০১৭৪৩৬০৬৭৯৭, ০১৭১৭৪৭০৯১০, ০১৭২৬৩৯৫০২০, ০১৭১১৯৮১৮৭০, ০১৭৯১৫৮৩৪৫০
_মাহিন/সমাজকর্ম/জবি