মায়ের কারনে কীভাবে মেয়ের সংসার নষ্ট হয়?
ছবির এই বিষয়টি গ্রাম্য সমাজের ক্ষেত্রে অনেকাংশই সঠিক।
আশেপাশে প্রতিনিয়ত এমন ঘটনা শুনি। অনেক সংসার, মেয়েরা বুঝার আগেই মায়েদের অতি-আবেগের দরুন ভেঙ্গে যাচ্ছে।
এসব বাবারা নিরবে কেঁদে বেড়ায় মেয়ের জন্য। না পারে মেয়ের মাকে বুজাতে না পারে মেয়ের শ্বশুরবাড়িকে বুজাতে।
আমি নারীদের বা মায়েদের ক্ষমতায়নে বিশ্বাসী কিন্তু ব্যক্তিগত লোভের বশবর্তী হয়ে নিজে মেয়ের সংসার ভাঙ্গনে বিশ্বাসী না।
এই ঘটনাটি আবার অনেক ছেলের জীবনেও ঘটে।। অনেক ছেলেই মায়েদের উপরে কথা বলতে পারেনা (কেননা পরিবারের কর্তা মা, বাবার সম্পত্তি ও মায়ের নামে)।
আমি নারী, পুরুষ, ছেলে-মেয়ে, কিশোর-কিশোরী সবারি ক্ষমতায়নে বিশ্বাসী। সমাজ ও পরিবারে সবার মতামতের সমান গুরুত্ব দেয়া উচিত। কোনভাবেই নারীর উপর পুরুষের কর্তৃত্ব শোভনীয় নয়। এই সমাজে পুরুষের চেয়ে নারীর ক্ষমতায়ন জরুরি। এই সমাজব্যবস্থা নারীকে অনেকটাই খর্ব করে রেখেছে। তবে হ্যা, অনেকেই সেই প্রথা থেকে বেরিয়ে এসেছে বলেই অনেক নারী আজ নিজ নিজ কর্মক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে। যদিও অনেকেই এর অপব্যবহার করছে বা তাদেরকে সেই সুযোগ দেয়া হচ্ছেনা।
তাই, জোর করে চাপিয়ে দেয়া সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অন্তত, বিয়ের ক্ষেত্রে মেয়ে-ছেলের উভয়ের সম্মতিটা খুবি গুরুত্বপূর্ণ। বরং, সম্মতি নেয়াটা অত্যাবশ্যকীয় না হয় অবিচার করা হয়।
আর এই Power of Consent / Right to Consent এর অভাবেই আজ সমাজ ও পারিবারিক জীবনে এতোটা অশান্তি ও নৈরাজ্য; চারদিকেই ভাঙ্গনের সুর।
তবে হ্যা, আগের সময়কার কথা আপনি বলতেই পারেন, যাদের জন্ম এই শতাব্দিতে তাদের ক্ষেত্রে মান্দাতার চিন্তাভাবনা দোষনীয়। কেননা, আগেকার সময়ের ছেলে-মেয়েরা পড়াশোনায় এতোটা স্বাধীনতা পায়নি, পায়নি ইন্টারনেট ও স্মার্টফোন সুবিধা এবং আধুনিক সব শিক্ষা ও বিনোদন উপকরণ।
তাই এই সময়ের ছেলে-মেয়েদের এই শতাব্দির পরিবর্তনের কথা ভেবেই ভাবতে হবে। আর না হয় সম্পূর্ণ বন্ধীতে রাখতে হবে। তবে, আর যাই করেন- কলেজ পর্যন্ত ছেলেমেয়দের হাতে স্মার্টফোন দিয়ে সারাজীবনের জন্য দুশ্চিন্তা বয়ে আনবেন না; যদিনা আপনি সেটাকে কন্ট্রোল ও মনিটরিং করার সক্ষমতা না রাখেন।
ছেলে-মেয়ের হাতে কোন কিছু তুলে দেয়ার আগে নিজে ভালোভাবে বুজতে শিখুন। কিভাবে আপনার সন্তানদের ভালো ও নিরাপদ রাখা যায়, সেটা নিয়ে ভাবুন বা কারো থেকে পরামর্শ নিন।
বি.দ্র. আপনার ভিন্নধর্মী চিন্তা কমেন্টে জানিয়ে আমার ভাবনার প্রসারতায় সহযোগীতা করবেন।
_মাহিন/সমাজকর্ম/জবি