কী খেলে টেস্টোস্টেরন বাড়ে? শরীরে টেস্টোস্টেরন বাড়ানোর খাদ্য তালিকা


কী খেলে শরীরে টেস্টোস্টেরন বাড়বে?, টেস্টোস্টেরন বাড়ানোর খাবারগুলো কী কী? কি খেলে যৌন হরমোন বেড়ে যায়? শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য কোন কোন খাবার খাওয়া যায়? টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায়? 
এগুলা খুবই সাধারণ প্রশ্ন। আমরা আজ জানবো কোন কোন খারাপ শরীরে টেস্টোস্টেরন বাড়তে সাহায্য করে এবং কেন টেস্টোস্টেরন প্রয়োজন। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায় আমাদের অনেকেরই অজানা। মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোনের নাম টেস্টোস্টেরন। শরীরে টেস্টোস্টেরন এর ঘাটতি দেখা গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

টেস্টোস্টেরন কী? 

টেস্টোস্টেরন হলো পুরুষদের সেক্স হরমোন। সুখী যৌনজীবনের জন্য শরীরে যথেষ্ট টেস্টোস্টেরন থাকা জরুরি। পুরুষদের টেস্টিকলে হরমোনটি উৎপাদন হয়।বার্ধক্যে এর উৎপাদন কমে যায়।তবে অন্যান্য কারণে যৌবনেও সেক্স হরমোনের উৎপাদন কমে যেতে পারে। পর্যাপ্ত টেস্টোস্টেরনের অভাবে পুরুষদের যৌনকামনা হ্রাস পায়, শুক্রাণুর উৎপাদন কমে যায়, যৌনমিলনের সময় পেনিস দৃঢ়ভাবে খাড়াতে ব্যর্থ হয় ও টেস্টিকল ছোট হয়ে যায়। হরমোনটির ঘাটতিতে যৌনতার সঙ্গে সম্পর্কিত নয় এমন সমস্যাও হতে পারে, যেমন- মেজাজ খিটখিটে হতে পারে ও দুর্বলতা অনুভূত হতে পারে।

কী কী খেলে টেস্টোস্টেরন বাড়ে/বৃদ্ধি পায়?

পুষ্টিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে এমনই কিছু খাবারের নাম উল্লেখ করা হয়। এই প্রতিবেদনে ওই খাবারগুলোর নাম উল্লেখ করা হলো। 

1. Eggs- ডিম

2. Almonds/Nuts-বাদাম

3. Sea-fish- সামুদ্রিক মাছ

4. Raisin-কিসমিস

5. Dates-খেজুর

6. Olive Oil-অলিভ অয়েল

7. Dark chocolate-ডার্ক চকোলেট

8. Garlic-রসুন

9. Red Meat/Beef-গোশত

10. Milk-দুধ

11. Honey-মধু

12. Vitamin C fruits-ভিটামিন সি জাতীয় ফল

13. Bananas-কলা

14. Pomegranates-ডালিম

15. Cruciferous Vegetables,

16. Tuna-টুনা মাছ

17. Porridge Oats;Oatmeal-জইয়ের জাউ

18. Fortified cereals-

19. Oysters-ঝিনুক

20. Shellfish-শামুক

21. Beans-সব্জীর বীজ/মটরশুঁটি

22. Black Seed- কালো জিরা

23. Grapes-আঙ্গুর 

24. Nutmeg-জয়ফল

25. Brackley-ব্রকলি

26. Spinach-পালংশাক

27. Asparagus-এসপারাগাস

28. Banana- কলা

29. Orange- কমলা লেবু

30. Watermelon- তরমুজ

31.  Sweet Potato-মিষ্টি আলু

32. Liver-কলিজা

33. Lettuce-লেটুস

34. Cauliflower-ফুলকপি

35. Cabbage-বাঁধাকপি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url