কবিতাঃ শেষ বিকেলের বৃষ্টি

শেষ বিকেলের বৃষ্টি 
মো. মহিনউদ্দিন
😊

একটি মেঘাচ্ছন্ন আকাশ, 
তারপর অঝোর বৃষ্টি।
ধুয়ে মুছে যাচ্ছে, 
ক্রান্তি কালের সীমাহীন সৃষ্টি।

ক্ষণিকের জন্য বজ্রধ্বনি,
আজও কম্পিত করে।
মানব হৃদয়ের পুঞ্জিভূত
কথামালা আজ নি:শেষ।

কিছু কথা, কিছু স্মৃতি, 
কিছু আবেগ, কিছু প্রীতি
সবই ছিল,
আর আজ ধুয়ে মুছে ছাপ।

যখন প্রশ্ন দায়বদ্ধতার, 
যখন প্রশ্ন ত্যাগের,
যখন থাকি দ্বিধা-দ্বন্ধে।
আর ভাবি, বৃষ্টিতো থামল।
জীবন ও কি থমকে গেলো।

প্রথম প্রকাশ (এপ্রিল, ২০১৮)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url