কবিতাঃ অপেক্ষা
অপেক্ষা
মো. মহিনউদ্দিন
😊
এক নব জীবন ও যৌবনের উদ্দামতা
এক নব দম্পতির উচ্ছলতা
এক নব যুগের সূচনা
হোক না নতুন করে
আবার শুরু।
চলছে চলছি চলার পথে
পথিক পথ হারিয়েছে বহুকাল আগে
কে দিবে দিশা, কে দিবে আশা,
কে দিবে ভালোবাসা
সবই যে আজ টাকায় কেনা।
প্রহরের পর প্রহর গুনছে সে পথ
হবে কী শেষ সেই অপেক্ষার পালা।
পথিক জানে তার বিকল্প নেই পথ,
কিন্তু উপায়ই ও যে নেই,
ভাবতে বসেই কেটে গেল তেত্রিশ বছর,
এখন সে বলে,
পথিক তুমি পথ হারিয়েছো।