সমাজকর্ম বিষয়ে কেন পড়বেন বা ক্যারিয়ার কী?

Why Study in Social Work?

সমাজকর্ম কি? সমাজকর্ম কেন প্রয়োজন?

সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সামাজিক বিজ্ঞানের একটি শাখাবিশেষ; যেখানে সামাজিক ও ব্যক্তি মানসিক পরিবর্তন বা সমাজকর্ম ও মানব সম্পর্কের উন্নয়ন বিষয়াবলি নিয়ে আলোকপাত করা হয়। জেন অ্যাডামস কে সমাজকর্মের জনক এবং Anna L. Dawes (এনা এল. ডয়েস) কে সমাজকর্ম শিক্ষার জনক বলা হয়। সমাজকর্ম শুধু সমাজের অসহায় লোকদের সাহায্য করে না অধিকন্তু তারা যাতে সাবলম্ভি হতে পারে সেই দিক লক্ষ্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সমাজকর্মের জন্ম মুলত ইংল্যান্ডে এরপর আমেরিকায়।প্রথম দিকে গরীব অসহায় ব্যক্তিদের দান খয়রাত প্রক্রিয়া , মানবিকতা ও সাহায্যকারী পেশা হিসেবে গন্য হলেও আধুনিক সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সমাজকল্যাণমুলক ব্যবস্থা।বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমস্যা সমাধান প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন দেশে এটি পেশা হিসেবে স্বীকৃত।


সমাজকর্মের সংজ্ঞা দাও? সমাজকর্ম বলতে কী বোঝায়?

একটি সাহায্যকারী পেশা যা কতকগুলো পদ্বতির মাধ্যমে ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়।


ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স (সমাজকর্মীদের জাতীয় সমিতি)-এর মতে, "সমাজকর্ম ব্যক্তি ও দলকে সাহায্য করবে এক পেশাগত কর্মগত যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করে এবং সামাজিক এ লক্ষ্যে উপযোগী করে তোলে।" 

 

সমাজকর্ম অভিধানের ব্যাখ্যানুযায়ী, "সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনো-সামাজিক ভূমিকা পালন ক্ষমতার একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে কার্যকর সামাজিক পরিবর্তন আনয়ন করে।" 

 

ডব্লিউ এ ফ্রিড ল্যান্ডারের মতে, " সমাজকর্ম হল বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক এমন এক পেশাদার সেবা কর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোন ব্যক্তিকে একক অথবা দলীয় ভাবে সাহায্য করে।"

 

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তার তালিকা   List of Universities teaching Social Work in BD


সমাজকর্ম পড়ে কী কী চাকরি সুবিধা পাওয়া যায়? সমাজকর্মের চাকরির ফিল্ডগুলো কী কী?


বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও বিভিন্ন সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্ম নিয়ে যারা অনার্স পাশ করেছে তাদের জন্য আলাদাভাবে সার্কুলার দিয়ে থাকে। তাছাড়া আপনি স্কুল কলেজের শিক্ষকতা পেশায় একজন মানবিক বিষয়ের টিচার হিসেবে নিয়োগ পেতে পারেন। সমাজকর্ম কোর্স শেষ করে আপনি আর যেসব চাকুরীর জন্য আবেদন করতে পারেন সেগুলি হল - 

১.সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার (সরকারি বা বেসরকারি বড় শিল্প প্রতিষ্ঠানে) , 

২. লেবার অফিসার, 
৩. রিহেবিলিটেশন অফিসার ( সরকারি, ইউ-এন-ও বা সম্মিলিত রাষ্ট্র পুঞ্জ প্রকল্পে), 
৪. সোশ্যাল কাউন্সেলিং ক্ষেত্রে, 
৫. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে, 
৫. ক্যানসার এওয়ারনেস এন্ড রিহেবিলিটেশন প্রকল্পে, 
৬.আন্তর্জাতিক রিফিউজি রিলিফ প্রকল্পে, 
৭.ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসার, 
৮. বিজ্ঞাপন কর্মে, 
৯. গণ যোগাযোগ ও জনকল্যাণ কর্মে, 
১০. সমাজ কল্যাণ মূলক প্রায়োগিক গবেষণায়। 


প্রতিটি ক্ষেত্রে প্রথমে ছোটখাটো কাজে/প্রকল্পে/ স্বেচ্ছাসেবক রূপে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করলে সেটা আপনার সি-ভি/বায়োডাটায় উল্লেখ করতে পারবেন। একাধিক ভাষা রপ্ত করতে পারলে ভাল আয়ের চাকরির সুযোগ পাবেন। (দিলীপ দে, কোরা)


তাছাড়া, সমাজকর্ম পড়ে আপনি বিসিএস ক্যাডার, ব্যাংকার ও বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষক হতে পারবেন। মূলত, বাংলাদেশের সব ধরণের চাকরিতেই আপনি আবেদন করতে পারবেন। আর সমাজকর্মে পড়ার কারণে আপনি বেসরকারি বা এনজিও বা উন্নয়ন মূলক সংস্থাতে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। আপনি দেশি-বিদেশি এনজিও যেমনঃ ব্র্যাক, গ্রামিন ব্যাংক, কেয়ার বাংলাদেশ, টি আই বি, ব্লাস্ট, ইউএনডিপি, ওয়ার্ডভিশন সহ অন্য সকল প্রতিষ্ঠানে সমাজকর্মী, কাউনসেলর, প্রজেক্ট অফিসার, ডেভেলাপম্যান্ট ওয়ার্কার, রিস্ক রিডাকসান ম্যানেজার, মাইগ্রেশন অফিসার, ও গবেষক হিসেবে কাজের অগ্রাধিকার পাবেন। 

 

সমাজকর্মের কোন কোন বিষয়গুলো পড়ানো হয়? 

  • মনোবিজ্ঞান (মানুষের আচরণ বিদ্যা)
  • সমাজবিজ্ঞান (সামাজিক সমস্যা)
  • অর্থনীতি (অর্থ ও রাষ্ট্রীয় সমস্যা)
  • রাষ্ট্রবিজ্ঞান (রাষ্ট্র ও উপাদান সমূহের বিশ্লেষণ)
  • জনস্বাস্থ্য ও জনবিজ্ঞান
  • কম্পিউটার
  • সামাজিক গবেষণা ও পরিসংখ্যান
  • প্রকল্প ব্যবস্থাপনা
  • সামাজিক প্রশাসন ও কার্যক্রম
  • মানব সম্পদ উন্নয়ন বা ব্যবস্থাপনা
  • সামাজিক নীতি ও পরিকল্পনা
  • অপরাদবিদ্যা
  • সামাজিক উন্নয়ন ও এনজিও কার্যক্রম
  • সামাজিক সংস্কৃতি ও জীবনাচরণ
  • সাইকিয়াট্রিক/ক্লিনিক্যাল ও মেডিক্যাল সোশ্যাল ওয়ার্ক
  • ব্যক্তি, দল ও গোষ্ঠী সমস্যা বিষয়ক সমাজকর্ম ও অন্যান্য।

সমাজকর্ম অন্য যেকোন সাব্জেক্ট বা বিষয় থেকে আলাদা কেন? Why Social Work is Different

প্রথমত, সমাজকর্ম একটি পেশাগত সাব্জেক্ট। আইন, ডাক্তার ও মনোবিদদের মতো সমাজকর্মী ও একধরণের পেশা যা মানুষের মনো-দৈহিক ও সামাজিক সমস্যা নিয়ে যা কাজ করে। সমাজকর্ম নিজস্ব পেশাগত মানদণ্ড মেনেই ক্লায়েন্টকে সেবা দিয়ে থাকবে। তাছাড়া সমাজকর্ম পড়ে যেকোন সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ সহ ব্যাংক সহ কর্পোরেট ওয়ার্ল্ডে যাওয়ার বিশাল জায়গা। সমাজকর্ম শিক্ষার্থীদের প্রধান ক্ষেত্র হচ্ছে সরকারের সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু অধিদপ্তর, সরকারি হাসপাতাল; অন্যদিকে বেসরকারি খাত মানে সকল উন্নয়নমূলক সংস্থা বা এনজিও গুলোতে সম্পূর্ণভাবে সমাজকর্মীদের অগ্রাধিকার রয়েছে। তাছাড়া, যেকেউ চাইলে গবেষক ও কাউন্সেলর হিসেবেও ক্যারিয়ার গড়তে পারে। আপনি যেকোন দিকেই যেতে পারবেন, কেননা সব ধরণের প্রয়োজনীয় উপকরণ আপনি সমাজকর্মে স্নাতক করলেই পেয়ে যাবেন। আবার, চাকরিতে প্রবেশের আগে পাবেন ইন্টার্নশিপের বাড়তি সুবিধা। সর্বোপরি, নিজেকে জানতে পারবেন, সমাজকে বুজতে পারবেন, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে ও নিজেই নিজের কাউন্সেলর হয়ে উঠবেন।  

 

_মাহিন/সমাজকর্ম/জবি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url