আপনি কেন অন্যকেউ হতে চান?

It is a matter of sorrow that we want to be like "That Man". In another sense, We never think that we are all unique and specific entities. We can't be like others because our time and space aren't as same as theirs. To know more, read "The Theory of Relativity".

এই পৃথিবীটা সবার জন্য সমান নয়, আছে নানা পথ নানা মত, আছে সময়ের ভিন্নতা যার মানে যে ছেলেটি পকেটে ৫০০টাকা নিয়ে ভার্সিটি আসে আর যে মাত্র ৫টাকা নিয়ে আসে দুজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু দুই জনের সময়, দিন ও  চিন্তাভাবনা সম্পুর্ণ ভিন্ন। কেউ বন্ধুদের নিয়ে ক্যান্টিনে যেতে পছন্দ করে আর কেউ এই সময়ে আড্ডায় মেতে উঠে।

দেখুন দুজনই দুই প্রকৃতির যার মানে দুই পৃথিবীর মানুষ আর দুজনের বর্তমান সময় সম্পুর্ণ আলাদা সেটা দুজনই জানি তাহলে নিজেকে আড়াল করার কি দরকার চাইলেই কি আমি নিজেকে  অন্যর অবস্থানে দাঁড় করাতে পারবো? না সেটা সময়ের ব্যাপার।

দেখো তোমার বেড়ে ওঠা, স্ট্যাটাস, সামর্থ্য ও পৃথিবী সম্পুর্ণ আলাদা তাহলে কেন তুমি নিজেকে অন্যর জায়গায় কল্পনা কর। হ্যাঁ তবে তুমি অন্যর ভালো দিকগুলোকে গ্রহণ করতে পারো এবং মডিফাই করে তুমি তার থেকেও ভালো কেউ হতে পারো।

...........বরং তুমি ভাবো কিভাবে তোমার এই প্রতিকূলতাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে , নিজের মতো করে জীবন সাজাবে একটা নতুন পৃথিবীর সূচনা করবে। 

আল্লাহ সবাইকে একরকম হিসেবে তৈরী করেন নাই সবার পথ, মত,জীবন সম্পুর্ণ আলাদা তাই আমার মনে হয় 'আমি তার মতো হবো' এই চিন্তাটা বাদ দাও। দেশে যদি সবাই ক্যাডার হতে চায় তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে কে ? কে এই জাতিকে নেতৃত্ব দিবে। ভাবছি এখন থেকে "মেডিক্যাল সায়েন্স" পড়বো  🤣🤣ডাক্তার হবো 🤗যদিও তা বাংলাদেশে অসম্ভব(আকাস-কুসুম কল্পনা).

আমরা হলাম ইস্যুপ্রিয় জাতি কিছু একটা পেলেই তার ১৪গোষ্ঠি উদ্দার করে নেই আর আমাদের প্রথম সমস্যা হলো আমরা সবাই ধর্ম থেকে এতো দূরে যে পাছে লোকে আমাকে জঙ্গিবাদ বলে কিন্তু একটা জিনিস ভালো পারি "ধর্ম যার যার উৎসব সবার" এই মহান বাণীটা উচ্চারণ করতে।

বাস্তবতাকে বুঝার একমাত্র জায়গা হলো বিশ্ববিদ্যালয় আর এখানে ফ্রেন্ডশিপের একটা ক্যাটাগরাইযেশান দেখা মেলে কেউ শান্ত, কেউ চঞ্চল, কেউ খুবই স্বার্থপর, কেউবা আতেল প্রকৃতি (সবার সাথে ভালো ফ্রেন্ডশিপের খেলা খেলে কিন্তু দিনশেষে সেই চিরচেনা বটতলায়) , কেউবা খুব পাওয়ারফুল (যদিও এটা তাদের বানানো মুড়ির মোয়া)।

আপনি কখনো আমি না তাই আপনি আপনিই হোননা কি দরকার আমি হতে। 😋😋

_মাহিন/সমাজকর্ম/জবি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url