প্রাইমারি ভাইভার আদ্যোপান্ত
প্রাইমারি ভাইভা প্রস্তুতিঃ কী কী জানতে হবে?
১) About Yourself বাংলা ও ইংরেজিতে নোট করবেন৷ নিজের নাম, বাবা মায়ের নাম পেশা, শিক্ষা, নিজের দুর্বল দিক ও সবল দিক, পছন্দ অপছন্দ, লক্ষ্য এইসব বিষয়গুলো আসতে হবে।
২) মুক্তিযুদ্ধের আদ্যোপান্ত জানতে হবে। তবে প্রাইমারির জন্য বেসিক বিষয়গুলো ভুল করা যাবে না৷
৩) জাতির পিতা ও শেখ হাসিনা সম্পর্কে আদ্যোপান্ত জানতে হবে৷
৪) নিজ জেলা সম্পর্কে জানতে হবে।
৫) নিজের সাবজেক্টর বেসিক বিষয়গুলো জানতে হবে৷ যেমন, আপনি আপনার বিষয়ে পঠিত জ্ঞান কীভাবে প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োগ করবেন?
৬) বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে৷ বিশেষ করে দেশের উন্নয়ন। যেমন পদ্মা সেতু
৭) প্রাইমারি এডুকেশন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে৷ কেন আপনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চান এই প্রশ্নের সুন্দর উত্তর গুছিয়ে রাখুন৷
৮) বিখ্যাত কবির কবিতা জানতে হবে এবং আবৃত্তি করার দক্ষতা থাকতে হবে৷ রবীন্দ্র ও নজরুল সংগীত জানা ও গাইতে জানতে হবে৷ লালন, হাসন, বাউল আব্দুল করিম সহ অন্যান্য খ্যাতিমান বাউল সাধকদের গান জানা থাকতে হবে। সর্বোপরি আপনাকে হতে হবে সংস্কৃতিমনা৷
৯) অনুবাদে দক্ষতা থাকতে হবে৷ পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি বেসিক জ্ঞান থাকতে হবে।
১০) সর্বোপরি কনফিডেন্ডের সহিত সুন্দর করে গুছিয়ে কথা বলার দক্ষতা বাড়াতে হবে।
প্রাইমারি ভাইভার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১)কেন আপনি প্রাইমারি স্কুলে জব করতে চান ?
উত্তরঃ ধন্যবাদ স্যার, প্রথমত বলতে চাই, শিক্ষকতা পেশা সমাজে সম্মানের পেশা হিসেবে সর্বজন বিদীত, আমৃত্যু সম্মানিত থাকা যায় এমনকি মৃত্যুর পরও মানুষের হৃদয়ে এই এক পেশার দ্বারা ঠাঁই পাওয়া সম্ভব। তাছাড়া শিক্ষকতা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে সেজন্যই আমি এই পেশায় আসার জন্য আবেদন করেছিলাম।
২)আপনি এর চেয়ে বেটার চাকরি পেলে কি করবেন?
উত্তরঃ স্যার, রিজিকের মালিক আল্লাহ এবং সবাই সর্বোত্তম কর্মজীবন চাই তাই সৎভাবে বাঁচা যায় এমন বেটার জব পেলে ভেবে দেখব।
৩) বিসিএসে যাওয়ার চেষ্টা করছেন না কেন?
উত্তরঃ স্যার বিসিএস শিক্ষা ক্যাডারের প্রতি সর্বদা একটা টান কাজ করে এবং আমি সেই চেষ্টা করছি
৪)যদি বিসিএস পড়েন তাহলে চাকরি সামলাবেন কিভাবে?
উত্তরঃ প্রথমত আমি চাকরির যাবতীয় দায়-দায়িত্ব সুষ্ঠু ও নির্মোহভাবে পালন করে বিসিএস পড়ার জন্য সময় বের করব এবং আমাকে একটু অতিরিক্ত শ্রম দিতে হবে এটা মেনেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
৫)মুখ ব্যবহার না করে কিভাবে বাচ্চাদের চিৎকার থামাবেন?
উত্তরঃ স্যার দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্না করার ভান করব, তাতে বাচ্চাদের মধ্যে কিউরিওসিটি জাগবে তখন সবাই চুপ হয়ে যাবে।
৬)কেউ ক্লাসে বাথরুম করে ফেললে কি করবেন?
উত্তরঃ ক্লাশে হঠাৎ কোনো বাচ্চা টয়লেট করে দিলে তাকে সাবধানে আলাদা করার চেষ্টা করব পাশাপাশি তার অভিভাবককে খবর দিব এবং বাকি বাচ্চাদের শান্ত করার চেষ্টা করব।
৭)কেউ চরম দুষ্টুমি করলে কি করবেন?
উত্তরঃ কেউ চরম দুষ্টুমি করলে তাকে একলা সামনের বেঞ্চে বসাব এবং তাকে কোনো গল্প বা কবিতা দেখে দেখে পড়তে বলব।
৮)কোনো ছেলে মেয়েদের সাথে দুষ্টুমি করলে কি করবেন?
উত্তরঃ বাচ্চারা ছেলেমেয়ের পার্থক্য কম বুঝে, তারপরও ছেলেমেয়ে দুষ্টুমি করলে তাদেরকে আলাদা বেঞ্চে রাখব এবং দুষ্টুমি করা যে ভালো না তা বোঝানোর চেষ্টা করব।
বিঃদ্রঃ নিজেদের মত করে আরো সুন্দরভাবে সাজিয়ে নিবেন। কারো কাছে উত্তরগুলো ভালো নাও লাগতে পারে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তথ্যসূত্রঃ ইন্টারনেট (আপনি যদি মূল লেখক হয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন)
................................................................................................................
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের ডেমো ভাইভার অভিজ্ঞতা
আজ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রার্থীদের ডেমো ভাইভা নিলাম। একজন এটিও, একজন বিসিএস অফিসার এবং একজন প্রিন্সিপালের সাথে বোর্ডে আমিও ছিলাম। এটিও স্যার অবশ্য আগেও প্রাইমারির মূল ভাইভা বেশ কয়েকবার নিয়েছেন। অনেক স্টুডেন্টেরই ভাইভা নিলাম। আমরা ক্যান্ডিডেটকে ১৮/২৫ মিনিট পর্যন্ত রেখেছিলাম আর প্রত্যেকেই ১০-১৫টা করে প্রশ্ন করছিলাম। সরাসরি যারা প্রাইমারির ভাইভা নেয়, তাদের একজনের সাথে বসে ভাইভা নেয়ায় অনেক অভিজ্ঞতা হলো। তার কিছু আপনাদের সাথে শেয়ার করছি।