গবেষণা প্রস্তাবনা কিভাবে লিখবেন?
সহজ কথা হলো- আপনি যে বিষয়ে গবেষণা করবেন সেটির সামগ্রিক পরিকল্পনা বা রুপরেখাকে গবেষণা প্রস্তাব বলে। (Turn your imagination into reality or how you want to make it feasible.)
রিসার্চ প্রপোজাল একাডেমিক হতে পারে, আবার গ্রান্ট প্রপোজালও হতে পারে। একাডেমিক প্রপোজাল বলতে, অনার্স-মাস্টার্স, এমফিল-পিএইচডি ইত্যাদি ডিগ্রির গবেষণা কার্য সম্পাদনের জন্য সুপারভাইজার কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট গবেষণার পরিকল্পনা দাখিল করাকে বুঝায়। অন্যদিকে গবেষণা বরাদ্দ পাওয়ার জন্য যে গবেষণার পরিকল্পনা লেখা হয়; সেটি গ্রান্ট প্রপোজাল।
গবেষণা প্রস্তাবে সাধারণত যে অংশগুলো থাকে-
a) Title
b) Introduction
c) Methodology
d) Budget
e) Conclusion
f) Reference/Bibliography
এছাড়াও Expected Outcome, Limitations, Rationale/Justification, Significance of the Study, Presentation of the findings, Time frame ইত্যাদি থাকতে পারে । তবে, বেশিরভাগ ক্ষেত্রে Background, Problem Statement, Rationale, Significance, ইত্যাদি Introduction অংশেই থাকে। আবার অনেকে Literature Review চাইতেও পারে।
এরমধ্যে Introduction এবং Methodology লিখতে গবেষণার গভীর জ্ঞান লাগে।
সামান্য এই বিষয় গুলো শিখলেই আমি গবেষণা প্রস্তাবনা লিখে ফেলতে পারবো? আসলে বিষয়টা অতটা সহজ নয়। মনে করুন, আপনি Methodology লিখবেন। সেখানে সাধারণত এই এই বিষয়গুলো থাকবে -
1. Research Design
2. Unit of Analysis
3. Study Area
4. Population
5. Sampling Design
6. Sources of Data
7. Instrument of Data Collection
8. Methods of Data Collection
9. Data Analysis and Processing
10. Presentation of Findings
11. Ethical Considerations
12. Time Plan/Frame
হিসাব সহজ, আপনি যদি গবেষণা প্রস্তাব লিখতে চান; তাহলে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। সুতরাং, কিভাবে প্রপোজাল লিখবো, এটা যারা জিজ্ঞেস করেন; আপনাদের কাজ হলো উপরোক্ত বিষয়গুলো শিখে নেওয়া। আপনি যদি একটা টিমওয়ার্কে কাজ করতে চান, তাহলে উপরের উল্লেখিত বিষয়গুলোর সবগুলা না জানলেও; কয়েকটাতে এক্সপার্ট হতে হবে।
অর্থাৎ, আপনাকে প্রতিটা স্টেপ বাই স্টেপ গবেষণার কন্সেপ্ট গুলো নিয়ে সম্মুখ ধারণা রাখতে হবে।কেননা, গবেষণা প্রস্তাব লিখা অনেক বড় কর্মযজ্ঞের বিষয়।
মন্তব্যঃ আপনি গবেষণা ও গবেষণার প্রস্তাবনার খুঁটিনাটি বিষয়াদি জানতে ও শিখতে চাইলে Youtube, Udemy, Coursera, LinkedIn Learning সহ অন্যান্য অনলাইন হাব থেকে ফ্রিতে কিছু কোর্স করে নিতে পারেন, আবার আপনার পছন্দ অনুযায়ী কয়েকটি প্রতিষ্ঠান থেকে গবেষণা বিষয়ক কোর্স করে নিতে পারেন। এতে করে আপনার সিভিও ভারী হবে এবং নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবেন। আর হ্যা অবশ্যই একজন ভালো মেন্টর খুঁজে নিবেন।
"গবেষণা প্রস্তাবনা নিয়ে লিখতে গেলে প্রায় ৩০-৩৫টি পয়েন্ট নিয়ে লিখতে হবে এবং আপনাকে শিখতে হবে, যেগুলো আয়ত্ত করতে পারলে আর কখনোই কারো সাহায্য নেয়া লাগবেনা।"
[মূলঃ মোরশেদ আলম ও পরিমার্জনঃ মোঃ মহিনউদ্দিন]
Md. Mohinuddin
BSS (Hons) | MSS (Thesis) | JnU
Former Research Fellow, BLAST
Worked w/ YSRA and BDian